মারা গেছেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি মুহাম্মাদু

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি মুহাম্মাদু। ফাইল ছবি: এএফপি (২০১৯)
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি মুহাম্মাদু। ফাইল ছবি: এএফপি (২০১৯)

আফ্রিকার প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) মারা গেছেন।

বুহারির সহকারীর বরাত দিয়ে আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

আশির দশকে সামরিক শাসক হিসেবে 'ইস্পাত কঠিন' হাতে দেশ শাসন করেন বুহারি।

পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গনতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, 'ডেমোক্র্যাট' প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন বুহারি।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু। তিনি সামাজিক মাধ্যমের পোস্টে বলেন, 'সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।'

ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে যেয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।

২০১৫ সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন। 

এর আগে কোনো শাসক প্রথম মেয়াদের পর ক্ষমতাচ্যুত হননি—সবাই টানা দুই মেয়াদ দেশ শাসন করেছিলেন। এবং বিষয়টিকে অনির্বার্য বলেই ধরে নেওয়া হোত।

তবে দীর্ঘদিন দেশ শাসন করলেও নাইজেরিয়া থেকে দুর্নীতি ও নিরাপত্তাহীনতার দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর সমাধান করতে পারেননি বুহারি। পাশাপাশি, তার শাসনামলে দেশটি অর্থনৈতিক সংকটেও জর্জরিত ছিল।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

6h ago