পুলিৎজার ২০২৫: মূল সুরে গাজা-সুদানের আর্তনাদ ও রক্তাক্ত ট্রাম্প

গাজা ও সুদানের রক্তক্ষয়ী যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ও যুক্তরাষ্ট্রে নারীর গর্ভপাত অধিকার সংকোচন বিষয়ক বিশ্লেষণধর্মী প্রতিবেদনগুলো এবারের পুলিৎজার পুরস্কার পেয়েছে।

এছাড়াও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তৈরি প্রতিবেদন বিশেষ স্বীকৃতি পেয়েছে এ বছর।

সাংবাদিকতায় অবদানের জন্য গতকাল নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ বছরের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত এটি।

এ বছর পুরস্কার পেলেন যারা 

ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে পুরস্কৃত হন দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকরা। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে তাৎক্ষণিকভাবে গুরুত্বসহকারে প্রকাশ করায় তারা এ পুরস্কার পান।

যুক্তরাষ্ট্রের নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা সংকট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে প্রো-পাবলিকা। গর্ভস্বাস্থ্যসেবা প্রাপ্তির সংকট ও আইনের ভয়ে চিকিৎসা বিলম্বে প্রসূতি মৃত্যুর ঘটনা তুলে ধরা হয় সেখানে।

২০২২ সালে জর্জিয়ার এক হাসপাতালে ২৮ বছর বয়সী অ্যাম্বার থারম্যানের মৃত্যুর বিষয়টিও সেখানে ছিল। তার মৃত্যুকে কঠোর গর্ভপাত বিরোধী আইনের কারণে বিলম্বিত চিকিৎসার ফল বলে উল্লেখ করা হয়। এসব প্রতিবেদন পাবলিক সার্ভিস রিপোর্টিং বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে প্রাণঘাতি মাদক ফেন্টানিল নিয়ন্ত্রণের শিথিলতা নিয়ে সাহসী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে পুরস্কার পেয়েছে রয়টার্স। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বিভাগে পুলিৎজার জিতেছে বার্তা সংস্থাটি।

আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে বিজয়ী হন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ডেক্লান ওয়ালশ। সুদানের গৃহযুদ্ধ, অবৈধ স্বর্ণ পাচার ও আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদনের জন্য তিনি এ স্বীকৃতি পান।

দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত স্মৃতিনির্ভর ও মানবিক নিবন্ধন লিখে পুরস্কার পেয়েছেন গাজার কবি মোসাব আবু তোহা। বিচারকরা জানান, 'তিনি গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা ও দুর্দশাকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন।'

কমেন্টারি বিভাগে তোহা পুলিৎজার পান।

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'এটি আশার বার্তা হোক। হোক একটি (উল্লেখযোগ্য) কাহিনী।'

তিনি এই উক্তিটি ফিলিস্তিনি কবি রেফাত আলআরির কবিতা থেকে উদ্ধৃত করেন। ২০২৩ সালে ইসরায়েলি হামলায় নিহত হন আলআরি।

ফিলিস্তিনি কবি ড. রেফাত আলারির। ছবি: এক্স থেকে সংগৃহীত
ফিলিস্তিনি কবি ড. রেফাত আলারির। ছবি: এক্স থেকে সংগৃহীত

ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হন নিউ ইয়র্ক টাইমসের এক আলোকচিত্রী। তার তোলা ছবিটিতে ট্রাম্পের দিকে ছুটে আসা গুলির মুহূর্ত ধরা পড়ে।

সাহিত্য বিভাগে পারসিভাল এভারেটের উপন্যাস 'জেমস' শ্রেষ্ঠ কথাসাহিত্যের পুরস্কার পেয়েছে। বইটি মার্ক টোয়েনের ক্লাসিক 'হাকলবেরি ফিন' এর আধুনিক ভাবনায় রূপান্তর।

এএফপির ফিলিস্তিনি আলোকচিত্রীরা ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। গাজা থেকে তোলা তাদের ছবি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে।

পুরস্কার কমিটির ভাষায়, ছবিগুলো 'ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাঝেও গাজার মানুষের চিরন্তন মানবতাকে' অসাধারণ ভাবে তুলে ধরেছে ।

পুরস্কারের আয়োজক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ও বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তারে আলোচনার কেন্দ্রে রয়েছে। পুলিৎজার পুরস্কার সাহিত্যে, নাটক ও সঙ্গীতের ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

13m ago