টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৫০, নিখোঁজ অনেকে

টেক্সাসে আকস্মিক বন্যার পর উল্টে যাওয়া যানবাহন ও ভেঙে পড়া গাছের পাশে দাঁড়িয়ে আছেন সেখানকার একজন বাসিন্দ। ৫ জুলাই, ২০২৫। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৫ শিশু আছে এবং এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন অনেকে।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ওই এলাকার অন্যান্য কাউন্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাভিস কাউন্টির পাবলিক ইনফরমেশন অফিসার হেক্টর নিয়েতো জানিয়েছেন, সেখানে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ আছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সান অ্যান্টোনিও থেকে প্রায় ১৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুয়াদালুপে নদীর আশেপাশের এলাকায় আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতের পর ৮৫০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কেরভিল শহরের ম্যানেজার ডাল্টন রাইস বলেন, নিখোঁজদের মধ্যে ক্যাম্প মিস্টিক সামার ক্যাম্পের ২৭ জন নারী আছেন।

শুক্রবার সকালে পূর্বাভাসের চেয়ে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায় বলে প্রতিবদেনে উল্লেখ করা হয়।

কের কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বলেন, পাঁচ শিশুসহ নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

Comments

The Daily Star  | English

Umama Fatema calls her SAD experience a ‘tragic chapter’

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

1h ago