ইসরায়েলি ৪ নারী সেনাকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি ২ গ্রুপ
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় আজ শনিবার ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলের দুই কারাগার থেকে ফিলিস্তিনিদের দুই গ্রুপকে মুক্তি দেওয়া হবে।
মুক্তি পেতে যাওয়া ইসরায়েলি চার নারী সেনা হলেন, লিরি আলবাগ (১৯), কারিনা আরিয়েভ (২০), ডেনিয়েলে গিলবোয়া (২০) এবং নামা লেভি (২০)।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই চার নারী ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের সদস্য। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার কাছে ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে তাদের আটক করে নিয়ে যায় হামাস।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, আজ মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
ইসরায়েলের ওফার কারাগারে থাকা প্রথম গ্রুপটিকে অধিকৃত পশ্চিম তীরে ছেড়ে দেওয়া হবে।
নেগেভ মরুভূমি (কেটজিওট) কারাগারে আটক দ্বিতীয় গ্রুপটিকে গাজা উপত্যকায় মুক্তি দেওয়া হবে কিংবা মিশরে নির্বাসিত করা হবে।
Comments