৮ বছরের আইনি লড়াই শেষে ‘ব্র্যাঞ্জেলিনা’র বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।
আজ মঙ্গলবার অ্যাঞ্জেলিনার আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ব্র্যাড পিটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
২০১৪ সালে অ্যাঞ্জেলিনা-ব্র্যাড বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ছয় সন্তান রয়েছে।
২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা।
এই ঘোষণার পর শিশুরা কার জিম্মায় থাকবেন, সে বিষয়টি নিয়ে এক দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ে অবতীর্ণ হন এই দুই তারকা।
২০২১ সালে এক বিচারক বাবা-মা উভয়কেই শিশুদের যৌথ জিম্মাদারের ঘোষণা দেয়।
ভক্তদের কাছে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই দম্পতি ২০০৫ সালে একে অপরের সঙ্গে পরিচিত হন। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে তাদের পরিচয় ও পরবর্তীতে প্রণয় হয়।
এটা ছিল ব্র্যাডের দ্বিতীয় বিয়ে। এর আগে ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন তিনি। অ্যাঞ্জেলিনা এর আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।
অ্যাঞ্জেলিনার দর্শকনন্দিত সিনেমার মধ্যে আছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং ও গার্ল, ইন্টারাপটেড। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমার মধ্যে আছে ফাইট ক্লাব, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও টুয়েলভ মাংকিস।
Comments