পূর্ব ইউক্রেনের আরও ২ গ্রাম রাশিয়ার দখলে
ইউক্রেন যুদ্ধ আর দুই মাসের মাথায় তৃতীয় বছরে পা রাখবে। এ পরিস্থিতিতে প্রবল বেগে ইউক্রেনীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলের দুইটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো।
আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ প্রদেশের লোজোভা এবং ক্রাসনোইয়ে (ইউক্রেনে সোনৎসিভকা নামে পরিচিত) গ্রামকে 'স্বাধীন' করেছে।
ক্রাসনোইয়ে গ্রামটি কুরাখোভ অঞ্চলের কাছে অবস্থিত। ইতোমধ্যে এই অঞ্চলকে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা।
খনিজ সম্পদ পরিপূর্ণ এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে তা রাশিয়ার দনেৎস্ক প্রদেশ দখলের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মাত্রা অনেক বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখলে করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রায় তিন বছর ধরে চলমান এই সংঘাত শিগগির নিরসন করবেন।
এই বছর মস্কোর সেনাবাহিনী ইউক্রেনে ১৯০টিরও বেশি বসতি দখল করে নিয়েছে। অস্ত্র, গোলাবারুদ ও সেনা সঙ্কটে জর্জরিত ইউক্রেন নিজ ভূখণ্ডের দখল ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
Comments