ফিলিস্তিনি আলোকচিত্রীদের ছবিতে মানবতার সংকট, ন্যায়বিচারের জন্য আর্তনাদ

গাজার দক্ষিণে রাফায় চিৎকার করে খাবার চাইছে ফিলিস্তিনিরা। প্রদর্শনিতে ইয়াসের কুদির তোলা ছবি: সংগৃহীত
গাজার দক্ষিণে রাফায় চিৎকার করে খাবার চাইছে ফিলিস্তিনিরা। প্রদর্শনিতে ইয়াসের কুদির তোলা ছবি: সংগৃহীত

গাজায় ১৪ জন ফিলিস্তিনি আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে একটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে জাতিসংঘ। এই চিত্রপ্রদর্শনীতে উঠে এসেছে এ অঞ্চলের ভয়াবহ মানবিক সঙ্কট।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে 'গাজা-ফিলিস্তিন: মানবতার সংকট, ন্যায়বিচারের জন্য আর্তনাদ।'

প্রদর্শনীর অনলাইন ব্রোশিওরে উল্লেখ করা হয়, 'ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার পর গাজায় প্রতিশোধমূলক হামলায় বড় আকারে মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল, যা এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।'

আহমেদ জাকোতের তোলা ছবি: '২৫ বছরের ক্যারিয়ারে এরকম নারকীয় পরিস্থিতি আর দেখিনি'।
আহমেদ জাকোতের তোলা ছবি: '২৫ বছরের ক্যারিয়ারে এরকম নারকীয় পরিস্থিতি আর দেখিনি'।

ব্রোশিওরে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এই অসামান্য ছবিগুলো তোলা হচ্ছে। এগুলোর সমন্বয়ে যে গল্প-কথা তুলে ধরেছেন আলোকচিত্রীরা, তা গাজার অত্যন্ত মর্মান্তিক বাস্তবতা ও ফিলিস্তিনি মানুষের নিদারুণ দু:খ দুর্দশার একটি খণ্ডচিত্র মাত্র। 

'তাদের গল্পগুলো একটি মর্মান্তিক ও বিপর্যয়কর বছর পেরিয়ে টিকে থাকার সাক্ষ্য দেয়, যা সামগ্রিকভাবে আমাদের বিবেককে চিরজীবনের জন্য কলঙ্কিত করেছে। এই ছবিগুলো ন্যায়বিচার ও মানবতার জয়ের প্রত্যাশার এক বড় প্রমাণ', ব্রোশিওরে আরও উল্লেখ করা হয়।

এই লিংকে ক্লিক করে প্রদর্শনীর ছবিগুলো দেখা যাবে।

Comments

The Daily Star  | English
Social media

Instagram and Facebook face disruptions worldwide

Meta’s social media platforms, Facebook and Instagram, experienced significant outages on Wednesday night, affecting thousands of users globally.

4h ago