ট্রাম্পের শিক্ষামন্ত্রী হলেন ডব্লিউডব্লিউইর লিন্ডা

নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার সঙ্গে ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার সঙ্গে ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

বিনোদন সংস্থা ডব্লিউডব্লিউইর সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা মিকম্যানকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিন্ডার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব দীর্ঘদিনের। 

আজ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, লিন্ডা 'যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শ্রমিকদের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়নের জন্য তার কয়েক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা এবং শিক্ষা ও বাণিজ্য খাতের গভীর জ্ঞান কাজে লাগাবেন।  

লিন্ডা। ছবি: রয়টার্স
লিন্ডা। ছবি: রয়টার্স

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ নিয়ে প্রচুর সমালোচনা করেছেন ট্রাম্প এবং এই বিভাগকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে শিক্ষা বিভাগ বন্ধ করার দায়িত্ব পড়বে লিন্ডার ওপর।

ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন লিন্ডা। বর্তমানে তিনি ট্রাম্পের ট্রানজিশন কমিটির কো-চেয়ারের দায়িত্বে আছেন।

লিন্ডার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮০ সালে স্বামী ভিন্স মিকম্যানের সঙ্গে পেশাদার কুস্তি ও বিনোদন প্রতিষ্ঠান ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠা করেন লিন্ডা। সেখানে অতিথি হিসেবে ট্রাম্পকে দেখা গেছে বেশ কয়েকবার।

স্বামী ভিন্স মিকম্যানের সঙ্গে লিন্ডা। ছবি: সংগৃহীত
স্বামী ভিন্স মিকম্যানের সঙ্গে লিন্ডা। ছবি: সংগৃহীত

ট্রাম্পপন্থী থিংক-ট্যাঙ্ক 'আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটের' চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত কানেটিকাট অঙ্গরাজ্যের শিক্ষা বোর্ডে থাকা ছাড়া শিক্ষাখাতে তার কোনো অভিজ্ঞতা নেই।

 

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor compares Ziaul Ahsan to the Butcher of Bosnia

“Did he buy surveillance tools with his own money?" asks Ziaul Ahsan's sister

1h ago