ইরানে কেউ হামলা চালালে জবাব দেওয়া হবে: ইরাক

কেউ ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি।

আজ ইরানের বার্তা সংস্থা ইরনা ও মেহের জানায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল-আরাজি।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে। যেকোনো সময় এই দুই দেশ মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই অস্থিরতার মাঝে ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা।

বৈঠকে আল-আরাজি বলেন, ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবেই দেখে ইরাক। ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরানের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও 'ইরাকের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা' বলে মন্তব্য করেন।

২০২৩ সালে একটি নিরাপত্তা চুক্তি সাক্ষ্যর করে বাগদাদ ও তেহরান। সেই চুক্তি অনুযায়ী, দুই দেশের কেউ তাদের ভেতর থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপর দেশে আক্রমণ করার সুযোগ দেবে না। রোববারের বৈঠকে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেয় দুই পক্ষ।

ইরানের মিসাইল হামলার জবাবে গত ২৬ অক্টোবর সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইরাকের ভূখণ্ড ব্যবহার করে জবাব দিতে পারে বলে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম। তবে গত সপ্তাহে এই দাবি উড়িয়ে দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।

Comments

The Daily Star  | English
Nahid Islam on India-Bangladesh relations

Anti-Bangladesh politics will not serve India's interests: Nahid

Calls on 'Indian elites' to cease false propaganda against Bangladesh

2h ago