খামেনি গুরুতর অসুস্থ, উত্তরসূরি নির্বাচনে ইরানে ‘নীরব প্রতিযোগিতা’

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর স্মরণে আয়োজিত অনুষ্ঠান দোয়া পাঠ করাচ্ছেন খামেনি। ফাইল ছবি: রয়টার্স
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর স্মরণে আয়োজিত অনুষ্ঠান দোয়া পাঠ করাচ্ছেন খামেনি। ফাইল ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৫) গুরুতর অসুস্থ। তার দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, খামেনির অসুস্থতায় তার উত্তরসূরি নিয়ে 'নীরব প্রতিযোগিতা' শুরু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খামেনি মারা গেলে পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীরও মত নেওয়া হবে।

আলি খামেনির ছেলে মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত
আলি খামেনির ছেলে মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।

প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির প্রয়াণের পর ১৯৮৯ সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ খামেনি।

ইরানের ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পরই খামেনির অসুস্থতার খবর এলো।

শনিবার সকালে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে অস্থিরতা বাড়াতে চান না।

প্রতিবেদনমতে, ইরানে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল ইরাক ও সিরিয়ার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপরও হামলা চালিয়েছে।

 

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago