ইসরায়েলি হামলার মাঝে লেবানন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি: রয়টার্স
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননের রাজধানী বৈরুতে অবতরণ করেছেন।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও এএফপি।

আরাঘচি আসার কয়েক ঘণ্টা আগেই বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের আশেপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, 'ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচিকে বহনকারী একটি উড়োজাহাজ ইরান থেকে এসে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।'

গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ'র মৃত্যুর পর এটাই ইরানের কোনো শীর্ষ নেতার প্রথম লেবানন সফর।

আরাঘচি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন।

ইরানের স্পিকার হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

আজও অব্যাহত রয়েছে লেবাননের বিভিন্ন অংশ ইসরায়েলের বিমান ও স্থল হামলা।

আজ শুক্রবার ভোরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫১ জন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে যুদ্ধ চালাতে গিয়ে তাদের ৯ জন সেনা নিহত হয়েছেন।

ইসরায়েল গতকাল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ বৈরুতে টানা ১১টি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়।

ইসরায়েল গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে। এর পর থেকে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলেও দাবি করেছে সূত্রটি। দক্ষিণ বৈরুত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago