দ্বিপাক্ষিক বাণিজ্যে অন্যায় সুবিধা নিয়েছে ভারত, তবে মোদি 'অসাধারণ': ট্রাম্প

নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ 'উষ্ণ'। ফাইল ছবি: এএফপি
নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ 'উষ্ণ'। ফাইল ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি মার্কিন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত অন্যায় সুবিধা নিচ্ছে। এরপরই তিনি বলেন, 'তবে মোদি অসাধারণ।'

ট্রাম্প জানান, 'মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। তখন তার সঙ্গে বৈঠক হবে।'

মিশিগানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা। ছবি: রয়টার্স
মিশিগানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা। ছবি: রয়টার্স

তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

কোয়াড নেতাদের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২১ সেপ্টেম্বর কোয়াড জোটের নেতাদের শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন। সেখানে নরেন্দ্র মোদির পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন।

মোদি নিউ ইয়র্কে কিছু সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন।

গত কয়েক মাসে যে সব রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্র সফরে গেছেন, তাদের প্রায় সবাই ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প।

ট্রাম্প-মোদি সম্পর্ক

মোদি ও ট্রাম্পের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ফাইল ছবি: এএফপি
মোদি ও ট্রাম্পের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ফাইল ছবি: এএফপি

ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার সঙ্গে নরেন্দ্র মোদির উষ্ণ সম্পর্ক ছিল।

২০১৯ সালে মোদি যখন যুক্তরাষ্ট্র সফরে যান, তখন ট্রাম্প টেক্সাসে তার জন্য বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

আবার ২০২০ সালে ট্রাম্পের সফরের সময় মোদি আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প' নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

ভারতের প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন, 'ট্রাম্প এ ধরনের কথা আগেও বলেছেন। বাণিজ্য নিয়ে ভারতের সমালোচনা তিনি আগে করেছেন এবং তার পাশাপাশি মোদির ঢালাও প্রশংসা করেছেন।'

জয়ন্ত মনে করেন, 'ট্রাম্প একদিকে ব্যবসায়ীদের সন্তুষ্ট করার জন্য ভারতের বাণিজ্যিক কড়াকড়ির নিন্দা করেছেন, অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও মোদি-ভক্তদের ভোট পাওয়ার চেষ্টাও করেছেন।'

এএফপি, রয়টার্স

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

55m ago