গুজরাটে বন্যায় ৩ দিনে মৃত অন্তত ৩৫

বন্যাকবলিত গুজরাটের আহমেদাবাদ শহর। ছবি: এএফপি
বন্যাকবলিত গুজরাটের আহমেদাবাদ শহর। ছবি: এএফপি

ভারতের গুজরাটে ভারী মৌসুমী বৃষ্টি ও বন্যায় গত তিন দিনে অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। পানিতে ডুবে, উপড়ে পড়া গাছ ও ভেঙে পড়া ভবনের অংশবিশেষের আঘাতে প্রাণ হারান তারা। 

আজ বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজও ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্যটিতে দিনভর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেশিরভাগ নদীর পানি উপচে পড়েছে এবং ৩০ হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছেন।

রাজ্য সরকার বুধবার গভীর রাতে জানায়, ১৩ জন পানিতে ডুবে মারা গেছেন। উপড়ে যাওয়া গাছ ও ভেঙে পড়া বাড়ির নির্মাণ সামগ্রীর আঘাতে বাকিরা প্রাণ হারিয়েছেন।

বন্যাকবলিত এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বন্যায় সবচেয়ে বড় আকারে আক্রান্ত হয়েছে বরোদা শহর।

বন্যাকবলিত গুজরাটের আহমেদাবাদ শহর। ছবি: এএফপি
বন্যাকবলিত গুজরাটের আহমেদাবাদ শহর। ছবি: এএফপি

এ মুহুর্তে এক হাজার গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তারা কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাদেরকে নৌকা ও টায়ার ব্যবহার করে পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে দেখা গেছে।

প্রতি বছরই ভারতে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওর ধরন বদলেছে এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা, উভয়ই বাড়ছে।

গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা ও ভুমিধসে ২০ জন মারা যান।

এএফপির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশ বাংলাদেশেও একই সময়ে অন্তত ৪০ জনের মৃত্যুর হয়। বন্যাকবলিত এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় তিন লাখ মানুষ জরুরী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago