নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

নরেন্দ্র মোদির মা
মায়ের মরদেহ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে আনছেন নরেন্দ্র মোদি। ছবি: দ্য স্টেটসম্যান/এএনএন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি গুজরাটের আহমেদাবাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার হীরাবেন মোদিকে হাসপাতালে ভর্তি করা হলে প্রধানমন্ত্রী মোদি আহমেদাবাদে যান এবং সেখানে প্রায় আড়াই ঘণ্টা থেকে দিল্লি ফিরে আসেন।

আজ স্থানীয় সময় ভোর ৬টা ২ মিনিটে নরেন্দ্র মোদি টুইটে বলেন, 'এক গৌরবময় শতাব্দীর অবসান হলো…।'

তিনি আরও বলেন, 'যখন ১০০তম জন্মদিনে মার সঙ্গে দেখা করলাম, তিনি আমাকে বললেন—বুদ্ধির সঙ্গে কাজ করো। সততার সঙ্গে জীবন কাটাও।'

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নরেন্দ্র মোদিকে তার মায়ের মরদেহ হাসপাতালের ভেতর থেকে বহন করে অ্যাম্বুলেন্সে আনতে দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হীরাবেন মোদি সাধারণত গুজরাটের রাজধানী গান্ধিনগরের কাছে রাইসান গ্রামে নরেন্দ্র মোদির ছোটভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন।

প্রধানমন্ত্রী মোদি গুজরাটে গেলে তার মার সঙ্গে দেখা করতেন।

নরেন্দ্র মোদি তার মনন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গঠনে মায়ের অবদানের কথা নানান সময় উল্লেখ করেছেন।

Comments

The Daily Star  | English

National polls: BNP to keep pressing govt for roadmap

Despite government assurance of polls by December, the BNP would be pushing for prompt announcement of the election roadmap as it believes a quarter is out to delay the polls.

6h ago