কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প, ঘোষণা করলেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম

এদিন দর্শকদের উদ্দেশ্যে হাত মুঠো করে জয়ের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে
রিপাবলিকান কনভেনশনে জেডি ভ্যান্স ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
রিপাবলিকান কনভেনশনে জেডি ভ্যান্স ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডান কানে বড় একটি ব্যান্ডেজ লাগিয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে পৌঁছান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বা রানিং মেট হিসেবে ঘোষণা করেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম।

অর্থাৎ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হবেন জেডি ভ্যান্স। গতকাল সোমবার রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। এর একদিন আগেই, রোববার তার ওপর হামলা হয়েছে। সোমবারের কনভেনশনে কানে ব্যান্ডেজ নিয়েই মঞ্চে ওঠেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

সকাল নয়টায় আরএনসির বেসবল খেলার মাঠে এসে পৌঁছান ট্রাম্প। সেখানেই রিপাবলিকানদের জাতীয় সম্মেলন চলছিল। তার ডান কানে ব্যান্ডেজ লাগানো ছিল। রোববারের সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি ট্রাম্পের কান ঘেঁসে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে সমাবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন দর্শকদের উদ্দেশ্যে হাত মুঠো করে জয়ের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ট্রাম্প দেশের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন এবং তিনিই সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট।

বাইডেনের আহ্বান

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বার বিতর্কে অংশ নিতে চান তিনি। এনবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাইডেন।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সিএনএন চ্যানেলে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেন বাইডেন। সেই ডিবেটে বাইডেনের ভূমিকায় বিতর্কের ঝড় উঠেছে। বাইডেন শারীরিকভাবে কতটা সুস্থ, তা নিয়ে ডেমোক্র্যাট পার্টির নেতা-কর্মীদের মধ্য থেকেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, বাইডেন ওই ডিবেটে সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়ছিলেন। শুধু তাই নয়, তাকে দিশেহারা দেখাচ্ছিল।

কানে ব্যান্ডেজ লাগিয়ে রিপাবলিকান কনভেনশনে যোগ দেন ট্রাম্প। ছবি: রয়টার্স
কানে ব্যান্ডেজ লাগিয়ে রিপাবলিকান কনভেনশনে যোগ দেন ট্রাম্প। ছবি: রয়টার্স

বাইডেন অবশ্য দাবি করেছেন, তিনি লম্বা সফর থেকে ফিরে ওই সভায় যোগ দিয়েছিলেন। তাই তার ঘুম পাচ্ছিল। বেশ কয়েকটি টাইম জোন পার করে তিনি সেখানে পৌঁছেছিলেন। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না। ডোনাল্ড ট্রাম্প নিজের সভায় অভিনয় করে দেখিয়েছেন, বাইডেন সেদিন কতটা দিশেহারা ছিলেন।

এই পরিস্থিতির মধ্যে বাইডেন এদিন জানিয়েছেন, এক কোটি ৪০ লাখ ডেমোক্র্যাট তাকে ভোট দিয়েছেন প্রাইমারিতে। সুতরাং এমন ভাবার কারণ নেই যে তার প্রতি মানুষের সমর্থন নেই।

বাইডেনকে এদিনের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্কের রেকর্ডিং দেখেছেন কি না। বাইডেন জানিয়েছেন, পুরোটা না দেখলেও কিছু কিছু অংশ তিনি দেখেছেন।

 রয়টার্স, এপি, এএফপি

Comments