পাঞ্জাবে ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে সরবজিৎ সিং এগিয়ে 

প্রাথমিক ভোট গণনায় স্বতন্ত্র প্রার্থী সরবজিৎ সিং প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
সরবজিৎ সিং। ছবি: সংগৃহীত

পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং এগিয়ে আছেন।

এনডিটিভি জানায়, প্রাথমিক ভোট গণনায় স্বতন্ত্র প্রার্থী সরবজিৎ সিং প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির করমজিৎ সিং আনমোল।

ইন্ডিয়া টুডে জানায়, সরবজিৎ সিং ১ লাখ ৪২ হাজার ৬৩২ ভোট নিয়ে এগিয়ে আছেন। অপরদিকে করমজিৎ সিং আনমোল ৯৫ হাজার ৯৪২ ভোটে এগিয়ে আছেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। সেই দেহরক্ষীদের একজন ছিলেন বিয়ন্ত সিং।

এ ঘটনার প্রায় চার দশক পর পাঞ্জাবের রাজনীতিতে নামেন বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago