আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

গৌতম আদানি। ছবি: রয়টার্স

রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানিকে টপকে আবারও এখন এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য অনুযায়ী, গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নম্বরে অবস্থান করছেন। অপরদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়নে।

গতকাল জেফারিসের এক প্রতিবেদনে আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে জানানো হয়।

এনডিটিভি বলছে, এই প্রতিবেদনের পর শেয়ার বাজারে ইতিবাচক সাড়া পায় আদানি গ্রুপ। এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি, যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৪ লাখ কোটি রুপিতে।

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের পর বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি।

অন্যদিকে আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে ১২তম স্থানে রয়েছে। বর্তমানে তিনি এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago