অনন্ত–রাধিকার বিয়েতে দেশ-বিদেশের যে তারকারা এলেন

অনন্ত–রাধিকার বিয়েতে দেশ-বিদেশের যে তারকারা এলেন
অনন্ত–রাধিকার বিয়ের অনুষ্ঠান | ছবি: সংগৃহীত

প্রায় এক বছর ধরে দেশে-বিদেশে প্রাক-বিবাহ অনুষ্ঠান শেষে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

অনন্ত–রাধিকার বিয়েতে দেশ-বিদেশের যে তারকারা এলেন
কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা এবং ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল | ছবি: সংগৃহীত

হিন্দু রীতিনীতি মেনে শুক্রবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনন্ত–রাধিকার বিয়েতে দেশ-বিদেশের যে তারকারা এলেন
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এবং শাহিদ কাপুর ও মীরা রাজপুত | ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। এতে হাজির হয়েছেন দেশ-বিদেশের তারকারা।

অনন্ত–রাধিকার বিয়েতে দেশ-বিদেশের যে তারকারা এলেন
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এবং শাহরুখ খান ও গৌরী খান | ছবি: সংগৃহীত

বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এ আর রহমান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাডুকোন, মাধুরী দীক্ষিত, শহীদ কাপুর, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, টাইগার শ্রফ, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সারা আলী খান, কিম কার্দাশিয়ানসহ অনেকেই অংশ নেন অনন্ত-রাধিকার বিয়েতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দেন। করোনায় আক্রান্ত হওয়ায় অক্ষয় কুমার অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

13h ago