ইসরায়েলের বিমান হামলায় গাজার ১৫ হাসপাতাল বিধ্বস্ত

গাজার শিফা হাসপাতালে প্রতিমুহূর্তে আনা হচ্ছে আহতদের। তবে তাদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ছবি: এপির সৌজন্যে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১৫টি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার দুটি হাসপাতালে এখন আর চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৮ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। ২৩টি অ্যাম্বুলেন্সকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সবগুলো অ্যাম্বুলেন্স গুঁড়িয়ে গেছে। 

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী বিমান থেকে সাদা ফসফরাস ফেলায় গাজার আল-দুরা শিশু হাসপাতালকে তাৎক্ষণিক খালি করতে হয় বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 
 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

1h ago