আন্তর্জাতিক

কানাডায় ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশনা দিল্লির

কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এপি

কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি নিজেদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একদিন পর এ আহ্বান জানায়।

কানাডা বলছে, তারা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে 'বিশ্বাসযোগ্য অভিযোগের' তদন্ত করছে। 

তবে ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এ ধরনের অভিযোগ একেবারেই 'অযৌক্তিক'।

বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ, ঘৃণামূলক অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা এবং অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।

 

Comments