পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া
ছবি: রয়টার্স

প্রথমবারের মতো 'কৌশলগত পারমাণবিক হামলায় সক্ষম' সাবমেরিন মোতায়েন করেছে উত্তর কোরিয়া। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্স জানিয়েছে, জাপান ও কোরীয় উপদ্বীপের জলসীমায় নিয়োজিত নৌবহরে এটি যুক্ত করা হয়েছে।

সাবমেরিনটির নম্বর ৮৪১, উত্তর কোরিয়ার একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে, হিরো কিম কুন ওক। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার উদ্বোধনের সময় জানান, এটি হবে উত্তর কোরিয়ার নৌবাহিনীর 'পানির নিচে আক্রমণের হাতিয়ার।'

বিশ্লেষকরা বলেছেন, সাবমেরিনটি দেখে সোভিয়েত যুগের রোমিও ক্লাস সাবমেরিন বলে মনে হচ্ছে। উত্তর কোরিয়া যেটা ১৯৭০-এর দশকে চীনের কাছ থেকে দখল করে অভ্যন্তরীণভাবে উৎপাদন শুরু করে। 

বিশ্লেষকরা আরও জানিয়েছেন, ১০টি লঞ্চ টিউব হ্যাচসহ এটির নকশা থেকে ধারণা করা যায়, সাবমেরিনটি সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত।

 

Comments

The Daily Star  | English

Sweeping changes in constitution

Expanding the fundamental rights to include food, clothing, shelter, education, internet, and vote, the Constitution Reform Commission proposes replacing nationalism, socialism, and secularism with equality, human dignity, social justice and pluralism as fundamental principles of state policy.

3h ago