জাকারবার্গ বনাম ইলন মাস্কের ‘মল্লযুদ্ধ’ লাইভ-স্ট্রিম হবে এক্সে
মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে মল্লযুদ্ধে নামার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি মাইক্রোব্লগিং সাইট এক্সের কর্ণধার ইলন মাস্ক। এবার তিনি জানিয়েছেন যে, সেই লড়াই এক্সে (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) লাইভ-স্ট্রিম করা হবে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি 'মিক্সড মার্শাল আর্ট কেইজ ম্যাচে' মুখোমুখি হওয়ার জন্য গত জুন থেকে মুখিয়ে আছেন এই ২ সোশ্যাল মিডিয়া মোগল।
আজ রোববার সকালে এক্সে এক পোস্টে মাস্ক বলেন, 'জাক বনাম মাস্কের লড়াই এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এ থেকে যা আয় হবে তা দাতব্য প্রতিষ্ঠানে যাবে।'
Zuck v Musk fight will be live-streamed on .
All proceeds will go to charity for veterans.
— Elon Musk (@elonmusk) August 6, 2023
এর আগে মাস্ক জানিয়েছিলেন যে, তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন ভারোত্তোলন করছেন।
এই লড়াইয়ের বিষয়ে এক্সের একজন ব্যবহারকারী জানতে চাইলে মাস্ক বলেন, 'এটি যুদ্ধের একটি সভ্য রূপ। পুরুষরা যুদ্ধ পছন্দ করে।'
মাস্কের পোস্টের বিষয়ে অবশ্য রয়টার্সকে কিছু জানায়নি মেটা।
গত ২০ জুন ৫১ বছর বয়সী মাস্ক এক পোস্টে জানিয়েছিলেন যে, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি 'কেইজ ম্যাচে' লড়াই করতে প্রস্তুত।
এর একদিন পর ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইনস্টাগ্রামে তার মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করে মাস্কের উদ্দেশে বলেন, 'লোকেশন পাঠান'। উত্তরে মাস্ক লেখেন, 'ভেগাস অক্টাগন'। যেখানে মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
পরে মাস্ক আরও লেখেন, 'কেইজ ফাইটে'র সম্ভাবনা আলোর মুখ দেখলে তিনি প্রশিক্ষণ শুরু করবেন।
Comments