উ. কোরিয়ায় অনুপ্রবেশের দায়ে মার্কিন নাগরিক আটক: জাতিসংঘ

উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের দায়ে মার্কিন এক নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা ও যৌথ নিরাপত্তা এলাকা (জেএসএ) পাহারা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনারা। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের দায়ে মার্কিন এক নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।

বিবিসি জানায়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা ও যৌথ নিরাপত্তা এলাকা (জেএসএ) পর্যবেক্ষণকারী জাতিসংঘ কমান্ডের দাবি, ওই ব্যক্তির উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমোদন ছিল না।

জাতিসংঘ কমান্ড বলছে, 'জেএসএ ওরিয়েন্টেশন ট্যুরে এসে মার্কিন এক নাগরিক বিনা অনুমতিতে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে) মধ্যবর্তী সামরিক সীমারেখা অতিক্রম করেছে। আমাদের ধারণা তিনি বর্তমানে ডিপিআরকে হেফাজতে আছেন এবং এ ঘটনার সমাধানে আমরা উত্তর কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) সঙ্গে কাজ করছি।'

এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগাযোগ করেছে বিবিসি। তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পায়নি।

তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন যে, ওই ব্যক্তি একজন মার্কিন সেনা সদস্য।

দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলের একটি। এটি ল্যান্ডমাইন দিয়ে ভরা, বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এবং সশস্ত্র রক্ষী ও নজরদারি ক্যামেরার মাধ্যমে সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়।

Comments