জুড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ রোহিঙ্গাসহ আটক ৯

গ্রেপ্তারকৃতদের একাংশ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব কচুরগুল এলাকা থেকে ৮ রোহিঙ্গা ও এক বাংলাদেশিসহ ৯ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে জুড়ী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর আনুমানিক ৫টার দিকে জুড়ীর উত্তর পূর্ব কচুরগুলের নালাপুঞ্জি সীমান্ত এলাকায় অপরিচিত কয়েকজনের আনাগোনা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এসময় তাদের দিকে এগিয়ে গেলে তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটকে রেখে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ূমকে খবর দেন। পরে চেয়ারম্যানের মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে জানান। তারা হলেন, মো. ইসমাইল, সিনুয়ারা, মো. তোসিম, আমিরা, মো. সায়েদ, নুর কামাল, তাহারা বিবি এবং সোহিদা বিবি। তাদের সঙ্গে আটক হওয়া বাংলাদেশির নাম মো. রায়হান।

গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কচুরগুল এলাকা থেকে ৮ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। তাদের সঙ্গে এক বাংলাদেশি ছিলেন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গারা স্থানীয় কোনো দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে জুড়ী সীমান্ত এলাকায় এসেছিলেন।'

জুড়ী থানার পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, 'কচুরগুল থেকে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।'

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

1h ago