ওডিশায় ট্রেন দুর্ঘটনা

আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

ওডিশার ট্রেন দুর্ঘটনা
ওডিশার ট্রেন দুর্ঘটনা। ছবি: এএফপি

ভারতের ওডিশায় শুক্রবার রাতে ট্রেন দুর্ঘটনায় আহত রাজশাহীর রাসেল-উজ-জামানের (২৭) অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় আরও ৪-৫ জন বাংলাদেশি আহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

আজ রোববার দুপুর ৩টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপহাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'রাসেল-উজ-জামান বর্তমানে ভারতের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।'

তিনি আরও বলেন, 'ট্রেন দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে তিনি বাংলাদেশি কি না সেটি নিয়ে কিছুটা সংশয় আছে। ওই ঘটনায় আহত ময়মনসিংহের আজমিন আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়ে কলকাতায় ফিরে এসেছেন।'

'আমাদের ধারণা দুর্ঘটনায় আরও ৪ থেকে ৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। আমাদের টিম সেখানে কাজ করছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি,' তিনি যোগ করেন।

ওডিশার ট্রেন দুর্ঘটনায় আহত ২ বাংলাদেশির পরিচয় গতকাল প্রকাশ করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

উপহাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, রাজশাহীর রাসেল-উজ-জামান কলকাতার শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় 'নবান্ন' কর্তৃক প্রকাশিত শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের আহত যাত্রীদের তালিকা থেকে হাবিবুর রহমান নামে আরও এক বাংলাদেশির পরিচয় পাওয়া যায়।

উপহাইকমিশনের এক কর্মকর্তা জানান, হাবিবুর রহমানের বাড়ি বগুড়ায়।

 এখন পর্যন্ত ওডিশার ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ৮ শতাধিক।

    

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

19m ago