২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড নেপালি শেরপা পাসাং দাওয়ার

ছবি: রয়টার্স

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একবার জয় করাই যেখানে স্বপ্নের মতো, সেখানে পরপর ২৬ বার এভারেস্ট জয় করেছেন নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা (৪৬)।

আজ রোববার ২৬ তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি।

নেপালের পর্যটন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পর্যটন কর্মকর্তা বিজ্ঞান কৈরালা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।

পাসাং দাওয়ার নিয়োগকর্তা হাইকিং কোম্পানি ইমাজিন নেপাল ট্রেক্সের কর্মকর্তা দাওয়া ফুতি শেরপা জানিয়েছেন, পাসাং একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন।

দাওয়া ফুতি শেরপা রয়টার্সকে বলেন, 'তারা এখন শীর্ষ থেকে নেমে আসছেন। ভালো আছেন তারা।'

শেরপারা তাদের পর্বতারোহণের দক্ষতার জন্য পরিচিত। মূলত পাহাড়ে বিদেশি ক্লায়েন্টদের গাইড হিসেবে জীবিকা নির্বাহ করেন তারা।

১৯৫৩ সালে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি।

এ বছর নেপাল ৪৬৭ জন বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে।

Comments

The Daily Star  | English

'We stand united as Bangladeshis'

Says Prof Yunus as he hosts religious leaders, vows immediate action if minorities are attacked

8m ago