২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বাইডেন
আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
৮০ বছর বয়সী ডেমোক্রেটিক এই নেতা আজ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
জো বাইডেনের ক্যাম্পেইন টিমের প্রকাশিত একটি ভিডিওতে এ ঘোষণার কথা জানা গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল আক্রমণের দৃশ্য দিয়ে শুরু করা ভিডিওতে বাইডেন বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষা করা তার কাজ।
তিনি বলেন, '৪ বছর আগে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আমি বলেছিলাম যে আমরা আমেরিকার প্রাণশক্তির জন্য যুদ্ধ করছি এবং এখনো আছি।'
'আত্মতুষ্টির সময় এখন নয়। সেজন্য আমি আগামী নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করব,' বলেন তিনি।
বাইডেন বলেন, 'আসুন আমরা কাজ শেষ করি। আমি জানি আমরা পারব।'
ভিডিওতে তিনি রিপাবলিকান প্ল্যাটফর্মগুলোকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
গত নির্বাচনে জয়লাভের পর ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। প্রথম ২ বছর করোনা মহামারি মোকাবিলা করতে হয়েছে তাকে।
তার সময়ে দেশটিতে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে এসেছে। তবে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি তার অর্থনৈতিক রেকর্ডকে ক্ষতিগ্রস্ত করেছে।
Comments