ট্রাম্পকে জেলে পাঠানো উচিত হবে না: স্টর্মি ড্যানিয়েলস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ছবি: সংগৃহীত

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, তাকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেলে পাঠানো উচিত হবে না।

আজ শুক্রবার বিবিসি জানায়, টক টিভির পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাতকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, 'আমি মনে করি না যে, আমার বিরুদ্ধে তার (ট্রাম্প) অপরাধ কারাদণ্ডের যোগ্য।'

'তবে ট্রাম্প যদি অন্য অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে অন্যদের জন্য উদাহরণ হিসেবে তাকে জেলে পাঠানো উচিত', বলেন তিনি।

স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় করা মামলার শুনানিতে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। তবে সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।

এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে।

২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী তাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। 

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

1h ago