৩৪ অভিযোগে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে আইনজীবীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়েছে।

শুনানিতে সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এ খবর জানিয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় করা মামলায় এসব অভিযোগ আনা হয়েছে।

এর আগে, আদাতে হাজিরা দিতে গেলে ট্রাম্পকে অ্যারেস্ট দেখিয়ে হেফাজতে নেয় পুলিশ। 

তবে তাকে হাতকড়া পরানো হয়নি। কিছু সময় পরে ট্রাম্পকে আদালতে শুনানির জন্য হাজির করা হয়। এ সময় তিনি গাঢ় নীল রঙের স্যুট এবং লাল টাই পরা ছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, আদালত কক্ষে ট্রাম্প তার আইনজীবীদের পাশে হাত গুটিয়ে বসেছিলেন।

অভিযোগ উত্থাপনের পর ট্রাম্প বলেন, 'আমি অপরাধী নই।'

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট আদালতে ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন। তবে নিজেকে নির্দোষ দাবি করছেন ট্রাম্প।

সবগুলো অভিযোগে সাজা পেলে, নিউইয়র্কের আইনে একজনের সর্বোচ্চ ১৩৬ বছরের কারাদণ্ড হতে পারে।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago