তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ৫০ হাজার ছাড়াল

ভূমিকম্পে পরিবার-পরিজন হারিয়ে দিশেহারা এক তুর্কি যুবক। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আজ শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) গতকাল জানায়, ভূমিকম্পে শুধু তুরস্কেই মারা গেছেন ৪৪ হাজার ২১৮ জন।

সিরিয়া জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৯১৪ জন মারা গেছেন।

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর থেকে ওই অঞ্চলে ৯ হাজার বারেরও বেশি আফটার-শক অনুভূত হয়েছে বলে জানায় এএফএডি।

স্বেচ্ছাসেবকসহ প্রায় ২ লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত ১১টি প্রদেশে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে গত কয়েকদিনে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

ইতোমধ্যে তুরস্কের দুর্যোগ কবলিত এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তুরস্কের সরকার জানায়, এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, ১ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা হোটেলে আশ্রয় নিয়েছেন।

 

Comments

The Daily Star  | English
India visa restrictions for Bangladeshi patients

A wake-up call for Bangladesh to reform its healthcare

India’s visa restrictions on Bangladeshi nationals, while initially perceived as a barrier, could serve as a wake-up call for Bangladesh to strengthen its healthcare system and regain the confidence of its patients.

12h ago