তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ২২ হাজার ছাড়াল

ভূমিকম্পের পর তুরস্কের হাতায় প্রদেশের একটি সড়কের অবস্থা। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে।

২ দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন।

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮০ হাজার ৭৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ১৮ হাজার ৯৯১ জন মারা গেছেন এবং ৭৫ হাজার ৫২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন। 

'হোয়াইট হেলমেট' সিভিল ডিফেন্স গ্রুপের মতে, উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

1h ago