হেনিকেনের ১০.৮ মিলিয়ন শেয়ার কিনলেন বিল গেটস

টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেনিকেন হোল্ডিং এনভির ৩ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। যদিও এই বিলিয়নিয়ার আগে বলেছিলেন যে, তিনি বড়মাপের বিয়ার পানকারী নন।   

রয়টার্স জানায়, গত ১৭ ফেব্রুয়ারি এই শেয়ারগুলো কেনা হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের ফিন্যান্সিয়াল মার্কেটস অথরিটি (এএফএম)।

মেক্সিকোর পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফইএমএসএ'র কাছ থেকে এই শেয়ারগুলো কিনেছেন বিল গেটস।

১৭ ফেব্রুয়ারি নিজেদের হাতে থাকা হেনিকেনের ১৮ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছে এফইএমএসএ। যেখান থেকে ১০ দশমিক ৮ মিলিয়ন শেয়ার ৮৮৩ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছেন বিল গেটস।

২০১৮ সালে মার্কিন সংবাদ ওয়েবসাইট রেড্ডিটের 'আস্ক মি এনিথিং' চ্যাট সেশনে বিল গেটস বলেছিলেন যে, তিনি বিয়ার তেমন একটা পান করেন না।

সেসময় তিনি বলেন, 'যখন আমি বেসবল খেলার মতো কোনো কাজ শেষ করি, তখন অন্যান্য বিয়ার পানকারীদের মতো অনুভূতি নেওয়ার জন্য হালকা বিয়ার পান করি। তবে প্রকৃত বিয়ার পানকারীদের হতাশ করার জন্য আমি দুঃখিত।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

26m ago