উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে।
আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, গতকাল এই পরীক্ষা চালানো হয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের লিখিত নির্দেশের পরিপ্রেক্ষিতে 'আকস্মিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়ায়' হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এটি আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার ৭৬৮ কিলোমিটার ওপর দিয়ে উড়ে গিয়ে ৯৮৯ কিলোমিটার দূরে পড়ে। এতে সময় লেগেছিল ৬৭ মিনিট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত এক বছরে উত্তর কোরিয়ার এটি তৃতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
Comments