চীনের গুপ্তচর বেলুন নিরাপত্তায় বড় ধরনের হুমকি নয়: বাইডেন
মার্কিন আকাশসীমায় চীনের যে 'গুপ্তচর বেলুন' দেখা গেছে সেটিকে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি মনে করছেন না প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন বৃহস্পতিবার নিউজ প্রোগ্রাম নোটিসিয়াস টেলিমুন্ডোকে বলেছেন যে, পরিস্থিতি সামাল বিষয়ে তার কোনো অনুশোচনা নেই।
মার্কিন আকাশসীমায় চীনের বেলুনটি দেখা যাওয়ার পর ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটিকে ভূপাতিত করা হয়।
দ্রুত বেলুনটি ধ্বংস না করার জন্য অনেক আইনপ্রণেতাই বাইডেনের সমালোচনা করেছেন।
বাইডেন বলেন, 'এটি একটি বড় লঙ্ঘন বা হুমকি নয়। তবে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমাদের আকাশসীমা। আমাদের আকাশ সীমায় কিছু আসলে আমরা সেটির বিষয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি।'
তিনি বলেন, 'বেলুনটি নিয়ে সামরিক বাহিনী উদ্বিগ্ন ছিল। কারণ এটি মাটিতে ভূপাতিত করলে লোকজন ঝুঁকি মধ্যে পড়বে।' তারা একটি বুদ্ধিমান কাজ করেছে। বেলুনটিকে পানির মধ্যে ভূপাতিত করা হয়েছে। বেলুনটির বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করছে এবং সেগুলো ভালো আছে।'
Comments