যুক্তরাজ্যের পারকিনসন গবেষণা কেন্দ্রের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম পরিচালক মুকিত

যুক্তরাজ্যের জাতীয় পারকিনসন গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ মীরতুল মুকিত।
অধ্যাপক মুকিত বর্তমানে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে এক্সপেরিমেন্টাল নিউরোলজির অধ্যাপক এবং কনসালট্যান্ট নিউরোলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
১৯৬০-এর দশকে অধ্যাপক মুকিতের বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। তারা দুজনেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কাজ করেছেন।তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জে।
এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে মীরতুল মুকিত কেনেডি স্কলারশিপ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান এবং পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। লন্ডন থেকে তিনি এফআরসিপি ডিগ্রিও লাভ করেন।
অধ্যাপক মুকিত হাতে গোনা কয়েকজন বাংলাদেশির মধ্যে একজন, যারা রয়্যাল সোসাইটি অব এডিনবরা এবং একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের (যুক্তরাজ্যের জাতীয় চিকিৎসা একাডেমি) নির্বাচিত ফেলো।
অধ্যাপক মুকিত বলেন, 'পারকিনসন্স ইউকে-এর অংশীদারত্বে নতুন এই গবেষণাকেন্দ্রের নেতৃত্ব দিতে পারা আমার জন্য পরম সম্মানের।'
Comments