ইউরোলজি দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে র‍্যালি

ইউরোলজি দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে র‍্যালি আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো পালিত হলো ইউরোলজি দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বাউস) এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগ যৌথভাবে দিবসটি পালন করেছে।

দিবসটি পালনের এবারের প্রতিপাদ্য ছিল 'প্রস্রাবের সমস্যা, ইউরোলজিস্টই ভরসা।' সাধারণ জনগণের কাছে ইউরোলজি বিষয়টিকে পরিচিত করতে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার হয়ে আবার মিলন চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউসের সভাপতি অধ্যাপক এ কে এম খুরশীদুল আলম, সভাপতি (নির্বাচিত) অধ্যাপক ইশতিয়াক আহমেদ শামীম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ তালুকদার, বাউসের মহাসচিব ডা. আফজালুল হক রানা, মহাসচিব (নির্বাচিত) ডা. মো. শামীম হোসেন খান এবং বাউসের অন্যান্য সদস্যবৃন্দ।

ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে দিবসটি উদযাপিত হয়।

Comments

The Daily Star  | English
anti terrorism law amendment approved

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

2h ago