কোভিড প্রকল্পের স্বাস্থ্যকর্মীদের অবরোধ প্রত্যাহার, নতুন কর্মসূচি বুধবার

ফাইল ফটো

বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চার ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন কোভিড-১৯ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বাস্থ্য অধিদপ্তরের গেটের তালা খুলে দেন।

এর আগে তারা পুলিশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে তারা অনশন কর্মসূচিও স্থগিতের ঘোষণা করেন। আন্দোলনরত স্বাস্থ্যকর্মী আবদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল বুধবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে আন্দলনরত কয়েকশ স্বাস্থ্যকর্মী অধিদপ্তরের গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

গত রোববার থেকে স্বাস্থ্যকর্মীরা অধিদপ্তরের সামনে অবস্থান নেন এবং  সোমবার থেকে অনশন শুরু করেন।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে তারা নিয়োগ পান।

পরবর্তীতে, তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা বেড়ে এক হাজার ১৫৪ জনে দাঁড়ায়। বর্তমানে প্রকল্পের অধীনে এক হাজার চার জন কাজ করছেন।

আন্দোলনকারীদের একজন মইন উদ্দিন রোববার ডেইলি স্টারকে জানিয়েছিলেন, জানুয়ারি থেকে তাদের বেতন বন্ধ। এছাড়া, আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। যে কারণে চাকরি স্থায়ী করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

Comments

The Daily Star  | English
NCP protest at Baitul Mukarram demanding AL ban

NCP rally underway at Baitul Mukarram demanding AL trial, ban

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

3h ago