চট্টগ্রাম এভারকেয়ারে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন

ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল গত ১৯ জানুয়ারি এই ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন (অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে এই ধরনের অস্থিমজ্জা প্রতিস্থাপন এই প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল গত ১৯ জানুয়ারি এই ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করেন।

চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনছে উল্লেখ করে হাসপাতালটি জানায়, তারা একটি অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সুবিধায় বিনিয়োগ করেছে; যা এই অঞ্চলে প্রথম এবং একমাত্র। বিএমটি একটি জটিল ও সূক্ষ্ম পদ্ধতি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া অস্থিমজ্জাকে সুস্থ কোষ দিয়ে প্রতিস্থাপন করা হয়। এটি লিউকেমিয়া ও লিম্ফোমার মতো রক্তের রোগে আক্রান্ত রোগীদের জন্য একটি জীবন রক্ষাকারী চিকিত্সা।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেমাটোলজি ও বিএমটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, 'এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চট্টগ্রামের বেসরকারিখাতে প্রথম অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সফল সমাপ্তি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। হাসপাতাল ও চট্টগ্রামের জনগণের জন্য এটি একটি বড় মাইলফলক। এখন রোগীদের আর এই জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য ঢাকা বা দেশের বাইরে যেতে হবে না।'

'আমাদের পরিষেবায় বিএমটি যুক্ত করার মাধ্যমে আমরা এখন কম খরচে রোগীদের সর্বোত্তম সেবা দিতে সক্ষম হয়েছি, যা প্রয়োজনে সবার জন্য আরও সহজলভ্য করা হবে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

1h ago