চট্টগ্রামে বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন | ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন।'

আজ শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি জানান, 'এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি।'

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। এটা যেহেতু একনেকে পাস হয়ে গেছে, আর প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। আমার ইচ্ছা যে, প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আশা করি, উনারা দেশে ফিরে এলে আমরা এটা করতে পারবো। এই মাসেই করার চেষ্টা করব আর যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। কারণ চাইনিজরা কমিটেড যে, দেড় থেকে দুই বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করবে।

'একইসঙ্গে আমরা জনবল ও যন্ত্রপাতির ব্যাপারে কাজ করছি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সবগুলো একসঙ্গে করে আমি যে রকম একদিনে শুরু করতে পেরেছিলাম, এবারও টার্গেট হচ্ছে আমরা সবগুলো একসঙ্গে করে চালু করব। এই বার্ন ইউনিট চালু হলে চট্টগ্রাম এবং আশেপাশের জেলা উপকৃত হবে। ঢাকায় ছুটতে হবে না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago