চট্টগ্রামে মিনিবাসে পিকনিক বাসের ধাক্কা, পথচারী নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মিনিবাসের ধাক্কায় এক পথচারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (৬৫) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রথমে একটি পিকনিক বাস মিনিবাসটিকে ধাক্কা দেয়। সেই সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আহত আব্দুল করিম (৫০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলেও জানান তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পিকনিক বাসের চালককে আটক করেছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
Comments