সারা দেশে আবারও কর্মবিরতি ঘোষণা নার্সদের

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিলেও এক দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মবিরতি ঘোষণা করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল নার্সিং অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরীফুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করবেন।

তবে হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউ ও সিসিইউর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শরীফুল ইসলাম বলেন, 'এর আগে কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সংস্কার পরিষদের তিনজন প্রতিনিধি আলোচনায় বসেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। তিনি এক দফা দাবি বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেন। ফলে পূর্ব ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছিল।'

'গতকাল দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার, যা এক দফা এক দাবির পরিপন্থী,' বলেন তিনি।

শরীফুল ইসলাম আরও বলেন, 'সব স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নার্সরা যথেষ্ট ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে আসছে।'

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার কর্মকর্তাদের অপসরণ করে যোগ্য ও অভিজ্ঞ নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে গত ১ অক্টোবর তিন ঘণ্টা এবং ২ অক্টোবর পাঁচ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছিল নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

তবে প্রশাসনের আশ্বাসে দ্বিতীয় দিনের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago