বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আর সকালে এসে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে টিকেট কাটতে হবে না।

রোগীদের ভোগান্তি কমাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে রোগীদের এ হাসপাতালের ওয়েবসাইট http://bsmmu.ac.bd/ এ গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে।

সেখান থেকে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। 

এ বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে এবং ধাপে ধাপে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির  উন্নয়ন করা হবে বলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়-সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা, সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা।

ওয়েবসাইটের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখের পর সাবমিট করতে হবে।

Comments

The Daily Star  | English

US seeks written tariff reduction proposals from Bangladesh

“We look forward to receiving a written offer from your government so that we can commence formal negotiations,” the USTR letter said

1h ago