চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশু রোগী বেড়েছে ৪ গুণ

চাঁদপুর জেনারেল হাসপাতাল
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগী। ছবি: আলম পলাশ/স্টার

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের ইনডোর আউটডোরে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসছে শিশু রোগী।

আজ সোমবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায় ৩১ শয্যার শিশু ওয়ার্ডে  ১২১ জন শিশু রোগী ভর্তি রয়েছে । এছাড়া আডটডোরে চিকিৎসা নিয়েছে অন্তত ৫০০ জন।

হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আব্দুল আজিজ বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের নিউমোনিয়া, জ্বর, কাশি, চোখ ওঠাসহ নানা সমস্যা নিয়ে প্রতিদিন শিশু রোগীর সংখ্যা বাড়ছেই। ইনডোর আউটডোর সব জায়গায় সেবা দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, আমাদের ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটিতে সোমবার ৩৯৯ রোগী ভর্তি রয়েছে। আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় হাজার রোগীর চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। তবে ভর্তিকৃত ২৫০ রোগীর বাইরে আমরা খাবার সরবরাহ করতে পারছি না। এর মধ্যে নতুন করে ডেঙ্গু ও করোনারও প্রভাব বাড়ছে। গত ৬ দিনে আমাদের এখানে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এখনো ৬ জন ভর্তি আছে।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago