কাজে ফিরেছেন পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

আবাসিক ভবনে পানির সংকট সমাধানের দাবিতে কর্মবিরতিতে থাকা পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
পাবনা জেনারেল হাসপাতাল
ছবি: সংগৃহীত

আবাসিক ভবনে পানির সংকট সমাধানের দাবিতে কর্মবিরতিতে থাকা পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

আজ শুক্রবার বিকেলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৭ আগস্ট দিবাগত রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের আবাসিক ভবনের বিভিন্ন তলায় পানি সরবরাহে সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বপ্নীল হোসেন বলেন, মূলত রোগী ভোগান্তির কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। ইতোমধ্যে আমার সমস্যার কিছুটা কমেছে, তবে পুরোপুরি সমাধান হয়নি। আমাদের আরও কিছু সমস্যা আছে। দায়িত্ব পালনকালে আমাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আমাদের আরও কিছু দাবি রয়েছে। এসব দাবি নিয়ে আমরা আগামীকাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো।

Comments