একেক দোকানে চালের একেক দাম, এবার শান্তিনগর বাজারে অভিযান

স্টার ফাইল ছবি

চালের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার শান্তিনগর বাজারে অভিযানে চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব শ্রাবস্তী রায় ব্যবসায়ীদের সতর্ক করেন।

তিনি বলেন, 'একটি দোকানের দামের সঙ্গে অন্য দোকানের দামের সামঞ্জস্য নেই। তারা একই মার্কেট—বাবু বাজার থেকে চাল আনছেন। একই স্থান থেকে চাল আনার পরও একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। এই তারতম্য কাটানোর জন্য আমরা অভিযান পরিচালনা করছি।'

বাজার সমিতির উদ্দেশে তিনি বলেন, 'বাজারে দুটি দোকানে বিআর-২৮ বেশি দামে বিক্রি করছে। কারওয়ানবাজার, কৃষি মার্কেটে দাম কম। সমিতির পরিচালকদের অনুরোধ করব, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমন্বয় করা হবে।'

শতকরা কত শতাংশ লাভে চাল বিক্রি করবেন—সমিতির পরিচালকরা জানতে চাইলে শ্রাবস্তী রায় বলেন, 'এ বিষয় নিয়ে আমাদের উচ্চ পর্যায় থেকে কথা বলবে।'

সমিতির পক্ষ থেকে জানানো হয়, লাভের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হলে সমন্বয়ের ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago