চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

‘আমাদের তো চিনি হয় না—সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে’
চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

নতুন করে চিনির দাম আর বাড়বে না বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ সোমবার দুপুরে রংপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে গণামাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'যেটা বাড়ছে আপনারা সবাই জানেন ডলারের ভ্যারিয়েশনে দাম বাড়ে-কমে। যেহেতু আমদানি করে আনতে হয়, ডলারের দামটা যদি একটু কমে আসে, তাহলে কমানো যায়। আবার ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল ভ্যালু সেটেল করতে গেলে দামটা বাড়ে।

'এই মুহূর্তে আমার ডলারটা একটা লেভেলে আছে, হয়তো আর বাড়বে না কিন্তু আমাদের তো চিনি হয় না—সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে,' বলেন তিনি।

রোজাকে কেন্দ্র করে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'রোজাকে কেন্দ্র করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে।'

আমদানিকারকরা নতুন করে এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না, এ ব্যাপারে টিপু মুনশি বলেন, 'যারা বড় আমদানিকারণ, খাদ্যপণ্যের ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

7h ago