ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১০৭ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮৪ জন। তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ১৮৯ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১২৭ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ৪১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
Comments