ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫

ডেঙ্গু
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১২২৫ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৯০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকার, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের। 

Comments

The Daily Star  | English

At 30 hurt as clashes engulf part of Old Dhaka

Suhrawardy college, hospital vandalised as protests over student’s death turn violent

6m ago