২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, সর্বশেষ গত ১১ জানুয়ারি করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের ও ৮ জন রাজশাহী বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে করোনা আক্রান্ত ২১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block traffic in different parts of Dhaka

They took to the streets in the Agargaon, Mohammadpur, Jatrabari, and Jatiya Press Club areas

52m ago