২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৪.৪২ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭৫ জন ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ১০ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে, করোনা শনাক্ত হয়েছিল ৯৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

ICT trailblazers honoured

Five companies and two individuals were honoured this evening at the 9th BRAC Bank-The Daily Star ICT Awards in recognition of their exceptional contributions to the advancement of Bangladesh’s information and communication technology sector

1h ago